মালদা

তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে, বিজেপির অবস্থান বিক্ষোভ

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও নির্বাচন পরবর্তী বিজেপি কর্মীদের উপর হিংসা, মিথ্যে মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগ তুলে বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে জেলা বিজেপি নেতৃত্ব। সেই মতো এদিন বিজেপি নেতা রাহুল সিনহার নেতৃত্বে জেলা বিজেপির সদস্যরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনের সামনে হাজির হন। এদিনের এই অবস্থান বিক্ষোভে মঞ্চে হাজির ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত কুন্ডু, বিজেপি নেতা অজয় গাঙ্গুলি, মানবেন্দ্র চক্রবর্তী সহ আরও অনেকেই। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত বিশিষ্টরা সেখানে একদিকে যেমন গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলেছে তেমনি নির্বাচন পরবর্তী বিজেপি কর্মীদের উপর হামলা, মিথ্যে মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগ তুলে সরব হন। এরপর পর সকলে মিলে এডিএমডি পদম সুনমের হাতে তাদের দাবি সনদটি তুলে দেওয়া হয়।